Views : 225       Downloads : 451 Download PDF




সৈয়দ শামসুল হকের নাটক : ইতিহাসের নৈয়ায়িক পাঠ

Corresponding Author : মুহা. জাকির হোসাইন (jakirhosain.sust@gmail.com)

Authors : মুহা. জাকির হোসাইন (jakirhosain.sust@gmail.com)

Keywords : ইতিহাসবোধ, কৃষক বিদ্রোহ, মন্বন্তর, পলাশীর ট্র্যাজেডি, বঙ্গবন্ধু

Abstract :

সৈয়দ শামসুল হক একজন ইতিহাসচেতনাঋদ্ধ সাহিত্যিক। ইতিহাসের নীল পরিমÐলে যখন তিনি অভিযাত্রী হন তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে ‘বাংলার আলপথ’, ‘পলিমাটি’, ‘সওদাগরের ডিঙার বহর’, ‘কৈবর্তের বিদ্রোহী গ্রাম’, ‘তিতুমীর, হাজী শরীয়ত, ক্ষুদিরাম, সূর্যসেন, নূরলদীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’, ‘রাষ্ট্রভাষার লাল রাজপথ’, ‘একাত্তরের মুক্তিযুদ্ধ’। আত্মপরিচয় অনুসন্ধিৎসু ব্যক্তিমাত্রই জানেন ইতিহাসের অতল গহŸরে ডুব না দিয়ে শিকড়ের মূলোৎপাটন করা যায় না। কেননা নিজকে জানার, জাতিকে চেনার অন্যতম মাধ্যমই হচ্ছে ইতিহাস। তাই ইতিহাসের কণ্টকাকীর্ণ পথ না মাড়িয়ে সত্যকে যেমন উদ্ঘাটন করা যায় না তেমনি সত্য অনুদ্ঘাটিত থাকলে জাতির বিভ্রান্ত হওয়ার ফাঁক থেকে যায় ষোলআনা। নিরবিচ্ছিন্ন ইতিহাসচর্চার মধ্য দিয়েই মূলত আত্মপরিচয়ের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব। ইতিহাসচেতনাঋদ্ধ নাট্যকার সৈয়দ শামসুল হকের ইতিহাসচর্চা সত্যকে জানা ও জানানোর তাগিদই অনুভ‚ত হয়। সৈয়দ শামসুল হক রচিত নাটক অবলম্বনে তাঁর ইতিহাসবোধ ও বাংলার ইতিহাসের অন্বয় সাধনের প্রয়াস লক্ষ্যেই বক্ষ্যমাণ প্রবন্ধের অবয়বচেতনা প্রমূর্ত হয়েছে। এটা স্পষ্ট য,ে সৈয়দ শামসুল হকের ইতিহাসধর্মী নাটকগুলো ঐতিহাসিক সত্যের অনেক নিকটবর্তী।

Published on December 31st, 2021 in Volume 32, Issue 2, Humanities