Views : 533       Downloads : 481 Download PDF




সিলেটের উপভাষার উজানি ও ভাটি রূপ

Corresponding Author : Dr. Md. Zafir Uddin (zafirsetu@gmail.com)

Authors : Dr. Md. Zafir Uddin (zafirsetu@gmail.com)

Keywords : সিলেটি, উজানি, ভাটি, ধ্বনিতত্ব, রূপমূলতত্ব

Abstract :

বাংলা ভাষার স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ উপভাষা হিসেবে সিলেটের উপভাষার স্বীকৃতি বিশশতকের সূচনালগ্ন থেকেই। সিলেটের উপভাষা ‘সিলেটি’ নামেই সর্বত্র পরিচিত। এই উপভাষার স্বাতন্ত্র্য যেমন আঞ্চলিক রূপে, তেমনি উচ্চারণগত পার্থক্যে, ধ্বনি শব্দ বাক্যে ও বিশিষ্টার্থক প্রয়োগেও। ঔপভাষিক স্বাতন্ত্র্য ছাড়া আরও কিছু বৈচিত্র্য ও বিশেষত্ব সিলেটের উপভাষায় পরিদৃষ্ট হয়। এর মধ্যে একটি হচ্ছে উপআঞ্চলিক রূপভেদ। অর্থাৎ, অঞ্চলভেদে সিলেটের উপভাষার রূপভেদ লক্ষযোগ্য একটি বৈশিষ্ট্য। এছাড়াও উপভাষাটির নাগরিক রূপের সঙ্গে রয়েছে গ্রামীণ রূপের বিস্তর ফারাক। সামাজিক স্তরবিন্যাস তথা বর্ণ, ধর্ম, লিঙ্গ, বয়স ও সম্প্রদায় ইত্যাদি ভেদেও এই উপভাষার রূপভেদ রয়েছে; শ্রেণি ও পেশাগত রকমফেরেও এই বিশেষত্ব আরও বহুমাত্রিকতাপূর্ণ। এরূপ স্বাতন্ত্র্যমন্ডিত বৈশিষ্ট্যের পেছনে ক্রিয়াশীল ভূমিকা পালন করছে অঞ্চলটির ভৌত ও সামাজিক পরিবেশ এবং তদ্সংশ্লিষ্ট নানা প্রভাবক শক্তি ও উপাদানের পারস্পরিক প্রভাব ও মিথস্ক্রিয়া। ‘সিলেটের উপভাষার উজানি  ও ভাটি রূপ’ গবেষণাপত্রে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সিলেটের উপভাষার উজানি ও ভাটিরূপের বৈচিত্র্য অনুুসন্ধান করা হয়েছে বর্ণনামূলক, তুলনামূলক ও বিশ্লেষণাত্মক গবেষণাপদ্ধতিতে।

Published on December 31st, 2020 in Vol 31, No.2, Humanities