Views : 308       Downloads : 218 Download PDF




শাক্ত পদাবলীর ঐতিহাসিক প্রেক্ষাপট ও হাসন রাজার গান

Corresponding Author : ড. মোঃ ফয়জুল হক (foyz-bng@sust.edu)

Authors : ড. মোঃ ফয়জুল হক (foyz-bng@sust.edu)

Keywords : শাক্ত, আদ্যাশক্তি, কালী, বৈষ্ণব, পুরাণ

Abstract :

মরমি বাংলা গানের ভাবজগতে হাছন রাজার নামটি অক্ষয়ভাবে মুদ্রিত রয়েছে। বৃহত্তর সিলেটের সমন্বয়বাদী বা ভক্তিবাদী সাধনার সাংস্কৃতিক পটভূমিতে স্থাপিত তাঁর গানের বিচিত্র ভুবন। সুফি, বাউল, বৈষ্ণবের পাশাপাশি শাক্ত সাধকের আরতির সুর ধ্বনিত হয়েছে তাঁর গানের কথামালায়। নৈষ্ঠিক ভক্তের মতোই তিনি আদ্যাশক্তি কালীর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। ফলে এ গবেষণামূলক নিবন্ধে আমরা হাছন রাজার শাক্ত পদাবলী বিশ্লেষণে শাক্তপদের অন্তর্জগতের তথ্যচিত্র তুলে ধরে গানগুলো বিশ্লেষণে যতœবান হয়েছি। শক্তি সাধনার সাথে এ পদের সম্পর্ক ও শাক্তদের দশর্নের সাথে পরিচয়সূত্রে হাছন রাজার গানে তার প্রভাব সম্পর্কে একটি তত্ত¡গত আলোচনা উপস্থাপনের প্রয়াস পেয়েছি। গবেষণা প্রবন্ধটি সম্পন্ন করতে আমরা বর্ণনামূলক, বিশ্লেষণাত্মক ও তুলনামূলক পদ্ধতি অনুসরণ করেছি

Published on December 31st, 2021 in Volume 32, Issue 2, Humanities