Views : 378       Downloads : 283 Download PDF




সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের সংস্কৃতিচিন্তা : প্রসঙ্গ ভারতীয় সংস্কৃতি

Corresponding Author : মো. আবু বকর সিদ্দিক (abubaker-bng@sust.edu)

Authors : মো. আবু বকর সিদ্দিক (abubaker-bng@sust.edu)

Keywords : সভ্যতা, কৃষ্টি, ভারতীয় সংস্কৃতি, সমন্বয়বাদ, অহিংসা

Abstract :

সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের প্রধান পরিচয় ‘ভাষাচার্য’ হিসেবে। ভাষাতাত্তি¡ক ও শিক্ষক পরিচয়ের বাইরে তিনি একজন মননশীল প্রাবন্ধিক। তিনি নানান বিষয় নিয়ে প্রবন্ধ লিখেছেন––নৃতত্ত¡, পুরাতত্ত¡, ভাষাতত্ত¡, ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা-সংকট প্রভৃতি উল্লেখযোগ্য। প্রাচীন ও বর্তমান ভারতের সভ্যতা ও সংস্কৃতির নানান দিক তাঁর আলোচনার বিষয়বস্তু হিসেবে এসেছে। বিশ্বসংস্কৃতির অনেক গুরুত্বপূর্ণ দিকও তাঁর আলোচনার উপজীব্য হয়েছে। বিশেষত, তিনি বিশ্বসংস্কৃতির ওপর ভারতীয় সংস্কৃতির প্রভাবকে যৌক্তিকভাবে বিশ্লেষণ করেছেন এবং ভারতীয় সংস্কৃতির শ্রেষ্ঠত্বের বা মহত্তে¡র মূল কারণগুলোও ব্যাখ্যা করেছেন। বর্তমান প্রবন্ধে সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের সংস্কৃতিচিন্তামূলক প্রবন্ধাবলি বিশ্লেষণের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি সম্পর্কে তাঁর পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে এবং ভারতীয় সংস্কৃতিচিন্তার ক্ষেত্রে তাঁর সীমাবদ্ধতাকে বিচার করা হয়েছে। এই নিবন্ধে বর্তমান ভারতীয় সংস্কৃতির মূল সংকটকে যেমন চিহ্নিত করা হয়েছে, তেমনি সংস্কৃতিচিন্তক সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের চিন্তা সে-সংকট মোকাবেলায় কোনো ভূমিকা রাখতে পারে কিনা তাও যাচাই করা হয়েছে।

Published on December 31st, 2021 in Volume 32, Issue 2, Humanities