Views : 256       Downloads : 148 Download PDF




নজরুলের আত্মানুসন্ধান : প্রসঙ্গ ব্যথার দান

Corresponding Author : ড. মোঃ রিজাউল ইসলাম (rejaul-bng@sust.edu)

Authors : ড.মোঃ রিজাউল ইসলাম (rejaul-bng@sust.edu)

Keywords : নূরু, লালফৌজ, হাবিলদার, রুশবিপ্লব, শ্রীধূমকেতু

Abstract :

কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬) কবিখ্যাতির আড়ালে ঢাকা পড়ে আছে তাঁর অন্যান্য সম্ভাবনাময় সাহিত্যিকসত্তা। তিনি কবি ও গীতিকার হিসেবে সমধিক পরিচিতি লাভ করলেও গল্পের জগতে একেবারে আনকোরা নন। তাঁর গল্পে পরীক্ষা-নিরীক্ষা কম— এ কথা যেমন সত্য তেমনি সত্য গল্পের সংখ্যাস্বল্পতা। তবে আশার দিক হচ্ছে গল্পের উপজীব্যে এনেছেন উদ্দামতা-রোমাঞ্চ। যুদ্ধের সাজ-সজ্জা কিংবা জেল জুলুমের বর্ণনা ভেতো-ভীতু বাঙালি-জীবনে নতুন স্বাদের আনয়ন করেছে। বর্হিমুখীনতা তথা আন্তর্জাতিকচেতনা গল্পগুলোতে যোগ করেছে নতুনমাত্রা। এক্ষেত্রে ব্যক্তি নজরুলের বাঙালি পল্টনে যোগদান মাইলফলক হিসেবে ভ‚মিকা পালন করেছে। এছাড়া গল্পগুলোতে নজরুলের বাল্য-কৈশোর তারুণ্যের দুরন্ত-স্বভাব, চিন্তাচেতনা এমনভাবে ঘনিষ্টতা পেয়েছে যে, গল্পের চরিত্রগুলোকে স্বয়ং নজরুল বলে ধারণা জন্মাতে সহায়তা করে। সেক্ষেত্রে চরিত্রগুলোর নাম, বয়স, পেশা, পদবি, কর্ম-আচরণ ইত্যাদি ইতিবাচক অনুঘটক হিসেবে ভ‚মিকা পালন করেছে। মূলত ব্যক্তি নজরুল ব্যথার দান গ্রন্থের গল্পগুলোতে নিজেকে কীভাবে যুক্ত করেছেন তার স্বরূপ উদ্ঘাটনই আমাদের বক্ষ্যমাণ প্রবন্ধের মূল লক্ষ্য। প্রবন্ধটি বর্ণনামূলক, বিশ্লেষণাত্মক ও তুলনামূলক পদ্ধতি অনুসরণে প্রণীত।

Published on June 30th, 2022 in Volume 33, Issue 1, Humanities